এক ক্লিকেই Arduino!
Arduino Bootloader Shield দিয়ে আপনি খুব অল্প সময়ে ATmega328P Microcontroller কে Bootload করে ফেলতে পারেন। Bootload শেষে আপনার Microcontroller টি Arduino Bootloader Shield অথবা Arduino uno তে বসিয়েই Program Upload করতে পারবেন। যেহেতু Arduino Bootloader Shield কোন USB to
Serial Converter নেই, সেক্ষেত্রে আপনাকে FTDI Basic Breakout – 5V ব্যবহার করতে হবে।
যা যা লাগবেঃ
1.
Arduno Uno -
1 piece
2.
Arduino Bootloader Shield - 1 piece
3.
ATmega328P -1
piece
কিভাবে করবেনঃ
1.
Arduno
Uno এর উপর Arduino Bootloader Shield স্থাপন করুন।
2.
Zif
Socket (হ্যান্ডেলের দিকে Microcontroller এর ১ নং পিন) এর উপর Microcontroller টি স্থাপন করুন।
3.
USB
Cable connect করুন।
4.
তারপর Arduino IDE Run করতে হবে।
5.
“ArduinoISP”
Code টি open করুন।(File>Examples>11.ArduinoISP>ArduinoISP)
6.
Tools>Port
থেকে আপনার কাঙ্ক্ষিত Port টি select করুন।
7.
“ArduinoISP”
Code টি upload করুন।
8.
এবার Tools>Burn Bootloader এ click করুন।
9.
১ থেকে ২ মিনিট সময় অপেক্ষা করুন। দেখবেন Done Bootloader আসবে।
10.
কিভাবে Program Upload করবেনঃ
a)
শুধু Arduino
Bootloader Shield খুলে ফেলুন, তারপর FTDI Basic Breakout – 5V ব্যবহার করে কোড আপলোড দিন।
অথবা,
b)
zif থেকে Microcontroller খুলে Arduino uno
Board এর Microcontroller-টিকে প্রতিস্থাপন করুন। অতঃপর, সাধারন নিয়মে (যেভাবে যেকোন আরডুইনোতে কোড আপলোড সচরাচর করে থাকেন, সেভাবে) কোড আপলোড দিন।
নুর মোহাম্মদ
ইঞ্জিনিয়ার