সোমবার, ১৩ মার্চ, ২০১৭

পিসিবি অর্ডার

পিসিবি অর্ডার করার পদ্ধতিঃ


পিসিবি অর্ডার এ ক্লিক করলে একটি পেইজ আসবে। সেখানে আপনাকে আপনার ডিজাইনের যাবতীয় তথ্য দিয়ে অর্ডার করতে হবে।



১। প্রথমে সাইজ গুলো দিতে হবে Length & Width.
২। পিসিবি প্রিন্টিং সংখ্যা
৩। পিসিবিতে কি গ্রীন মাস্কিং হবে? হলে Yes , না হলে No তে ক্লিক করুন।
৪। ডিজাইনটির লেয়ার সিলেক্ট করুন।
৫। এবার আপনার পিসিবি ডিজাইনের PDF ফাইলটি আপলোড দিন। একাধিক PDF  ফাইলের ক্ষেত্রে একটি ফোল্ডারে নিয়ে ফোল্ডারকে zip করে আপলোড দিন।
৬) যে যে ফাইল (PDF) দিতে হবে- 
Double Layer পিসিবির ক্ষেত্রেঃ 
1. Bottom Copper
2. Top Copper
3. Top Silk
যদি গ্রীন মাস্কিং থাকে-
4. Bottom Resist / Bottom Musk
5. Top Resist / Top Musk

Single Layer
 পিসিবির ক্ষেত্রেঃ         
1. Bottom Copper
2. Top Silk
যদি গ্রীন মাস্কিং থাকে-
3. Bottom Resist / Bottom Musk

Solder Resist মানেই Green Muskএটা সফটওয়্যার অনুযায়ী নামের পার্থক্য আসে। 
Proteus File Eagle File দিতে পারবেন। 
সকল কাজ শেষ হলে অর্ডার করে দিতে হবে।


পিসিবি ডিজাইনের সিমাবদ্ধতাঃ


পিসিবি ডিজাইনের ক্ষেত্রে নিচের নিয়মটা একটু দেখে নিন। আপনার পিসিবি ডিজাইনে Pad size, Track size, Via size & Clearance এই প্যারামিটার গুলোর সাইজ কি কি হতে হবে তা নিচের তালিকায় দেওয়া আছে। 



১। পিসিবির সাইজ সর্বনিম্ন 1"/1" হতে হবেএর নিচে হলে তা প্রিন্ট সম্ভব নয়।
২। শুধু মাত্র স্কয়ার কাটিং সম্ভব। রাউন্ড কাটিং করে থাকিতবে সব ধরনের নয়। (পিসিবির বাহিরের অংশে)
৩। কোন SMD component এর নিচে Via সম্ভব নয়। 
৪। Bottom Copper & Top Silk বাধ্যতামূলক দিতে হবে।


ডিজাইন দেখতে কেমন হবে


       নুর মোহাম্মদ
         ইঞ্জিনিয়ার

মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭

ESP8266 ESP-03 Programming



ESP8266 ESP-03 AT Command এর জন্য আপনাকে নিম্নরূপ সংযোগ দিতে হবে  

ESP-03 Pin
        1----------------------GND
        3----------------------TX
        4----------------------RX
        6----------------------Pull-up (3.3V) with 1K Resistor
        8----------------------3.3V
       12---------------------Pull-down (GND) with 1K Resistor
       14---------------------None

প্রোগ্রাম করতে হলে শুধু মাত্র 14 নং পিনকে GND করতে হবে।

বি.দ্রঃ 3.3V এর বেশি ভোল্টেজ দিলে চিপ নষ্ট হয়ে যাবে। 



       নুর মোহাম্মদ
         ইঞ্জিনিয়ার